More

    বাউফলে শেখ হাসিনা সেনানিবাসের উদ্যোগে ডায়ারিয়া রোগীদের কলেরা স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ

    অবশ্যই পরুন

    বিগত প্রায় এক মাস যাবত বরিশাল বিভাগের ৪ জেলায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। যার দরুন উপজেলা হাসপাতাল গুলোতে দেখা দিয়েছে কলেরা স্যালাইন এর অভাব। কলেরা স্যালাইনের এমন সংকটের সময় পটুয়াখালীর বাউফলে ডায়রিয়ায় আক্রান্তদের জন্য শেখ হাসিনা সেনানিবাসের উদ্যোগে ১ হাজার ব্যাগ (১ লিটারের) কলেরা স্যালাইন ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।

    গতকাল রবিবার বিকাল ৪টার সময় শেখ হাসিনা সেনানিবাসের সেকেন্ড লেফটেনেন্ট সাকিবের নেতৃত্বে এ কার্যক্রম পরিচলনা করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা, আরএমও ডাঃ আবদুর রউফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম।

    এর পূর্বে সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি, বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ (এমপি) বাউফলে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় স্যালাইন সংকট থাকায় উল্লেখ করে জরুরী ভিত্তিতে তার নির্বাচনী এলাকা বাউফলসহ পটুয়াখালী জেলার অন্যান্য উপজেলায়ও ১০ হাজার করে স্যালাইন বরাদ্দ দেয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কাছে অনলাইনে আবেদন করলে স্বাস্থ্যমন্ত্রীর সুপারিমক্রমে বাউফলে ১০হাজার স্যালাইন দেয়া হয়।

    বিগত এক মাসে প্রায় সহস্রাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বে-সরকারী হিসাব অনুযায়ী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩ জন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...