More

    সৌদির সাথে মিল রেখে বরগুনায় ঈদুল ফিতর উদযাপন

    অবশ্যই পরুন

    সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের ন্যায় এ বছরও বরগুনার ১০টি গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৯টায় বরগুনার বেতাগী উপজেলার বকুলতলী গ্রামের মালেক চেয়ারম্যান বাড়ী মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

    এই মসজিদে জামাতের ইমামতি করেন মোহাম্মদ জাকির হোসেন।

    এছাড়াও বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা, কালিরতবক, ধুপতি, গৌরীচন্না ও নিশানবাড়ীয়া, আমতলী উপজেলার কুকুয়া, ঘোচখালী এবং পাথরঘাটা উপজেলার কাকচিড়া গ্রামে ঈদুল-ফিতর উদযাপন করেছে চিশতিয়া কাদেরীয়া সম্প্রদায়ের অনুসারীরা।

    বেতাগী উপজেলার বকুলতলী গ্রামের গোলাম সরোয়ার (আহ্সান) জানান, বরগুনা জেলায় আজ ১০টি গ্রামে ঈদ উৎযাপিত হচ্ছে। প্রায় ২০০ বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে এই ঈদ উৎযাপন করে আসছেন।

    তিনি আরও জানান, ভারতের ভাগলপুর থেকে ছিলছিলায়ে আলিয়া কাদেরিয়া যাহাঁগিরিয়া তরিকতের আশেকান ও ভক্তবৃন্দ বিগত ২০০ বছর আগে থেকে বাংলাদেশের সাতকানিয়া থানার মির্জাখিল দরবার শরীফের নির্দেশে এইভাবে বকুলতলী গ্রামে তাদের পূর্ব পুরুষ থেকে ঈদ উদযাপন করে আসছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সাকিবের মতো চোর-চোট্টা ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না : প্রেসসচিব

    ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ক্ষমতা হারায় আওয়ামী...