পটুয়াখালীর বাউফলে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মে) রাতে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু আয়মানের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশাস্ত কুমার সাহা বরিশালটাইমসকে জানান, কনকদিয়া এলাকা থেকে নিয়ে আশা ওই শিশুটি চিকিৎসা শুরু করার আগেই মারা গেছে। তবে বর্তমানে বাউফল উপজেলায় ডায়রিয়ার প্রকোপ কমে আসতে শুরু করেছে।