More

    রাঙ্গাবালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মনির শিকদার (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে রাঙ্গাবালী থানায় নেয়া হয়েছে।

    নিহত মনির কাটাখালী গ্রামের মোসলেম শিকদারের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মনির কাটাখালী হাইস্কুলের সামনে একটি মুদি মনোহারি দোকান দিত। রাত ১১ টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে দূবৃত্তরা কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ট্রালারেই মৃত্যু হয়।

    রাঙ্গাবালী থানা পুলিশের ওসি দেওয়ান জগলুল হাসান জানান, নিহতর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঘটনা তদন্তে মাঠে রয়েছে পুলিশ। ইতোমধ্যে চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী স্টেডিয়াম এলাকায় রাবেয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ...