More

    বানারীপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের পাকা গৃহ নির্মাণ কাজ পরিদর্শণে ইউএনও

    অবশ্যই পরুন

    বরিশালের বানারীপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের জমিসহ সেমি পাকা গৃহ নির্মাণ কাজ পরিদর্শণ করেছেন।

    বৃহস্পতিবার সকালে তিনি উপজেলার বাইশারী ও সদর ইউনিয়নের আলতা গ্রামে এ পাকা গৃহ নির্মাণ কাজ পরিদর্শণ করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল-হাসান উপস্থিত ছিলেন।

    এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন- জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বানারীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় দু’শতক জমি সহ দু’কক্ষ বিশিষ্ট ৩৫৫টি সেমি পাকা গৃহ নির্মাণ করা হচ্ছে। এর সঙ্গে রান্না ঘর,সুপেয় পানি ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশনের ব্যবস্থা রয়েছে। ইতোমধ্যে এর সিহংভাগ নির্মাণ কাজ সম্পন্ন শেষে ভূমি ও গৃহহীন পরিবারগুলো বসবাস শুরু করেছে। বাকী পরিবারগুলোও স্বল্প সময়ের মধ্যে তাদের স্বপ্নের বাড়িতে উঠতে পারবেন।এদিকে সম্প্রতি বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বানারীপাড়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শণ করে পাকা গৃহ নির্মাণ কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...