শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ ১০১ টিমের প্রধান সমন্বয়ক,কুমিল্লা উত্তরজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শাখার আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব লিটন সরকার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেনাসমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় কারাগারের অভ্যন্তরে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন। আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। এরপর থেকে দিনটি শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ।
এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি তার নেতৃত্বাধীন আওয়ামী লীগসহ মহাজোট সরকার গঠিত হয়। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। শেখ হাসিনা টানা তৃতীয়বারসহ চতুর্থ বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বছর বৈশ্বিক মহামারী করোনার কারণে শেখ হাসিনার কারামুক্তি দিবস স্বাস্থ্যবিধি মেনে পালন করছে বিভিন্ন সংগঠন।
দিবসটি উপলক্ষে আজ কুমিল্লা উত্তরজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর প্রধান কার্যালয়ে(বাগুর) অফিসে
আর্তমানবতার সেবায় করোনা কালের সাহসী সম্মুখ যোদ্ধা,স্বেচ্ছাসেবকলীগ ১০১ টিমের প্রধান সমন্বয়ক,
কুমিল্লা উত্তরজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শাখার আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব লিটন সরকার উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাএলীগ ও স্বেচ্ছাসেবক লীগ ১০১ টিমের নেতৃবৃন্দ ।