More

    ১৫ জুলাই থেকে চলবে যাত্রীবাহী লঞ্চ, কিন্তু…

    অবশ্যই পরুন

    অর্ধেক আসন খালি রেখে আগামী ১৫ জুলাই থেকে দেশের সব নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে। এতে ডেকের ভাড়া বাড়তে পারে।  আজ সোমবার রাতে বরিশাল নদীবন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান  এ তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ১৫ জুলাই থেকে গণপরিবহন চলাচলের সিদ্ধান্তে লঞ্চও চলাচল করবে।

    বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বরিশালটাইমসকে মুঠোফোনে বলেন, ‘এটি একটি ভালো সিদ্ধান্ত। লঞ্চগুলো চলাচল করলে আগের মতো বিশৃঙ্খলভাবে কেউ বাড়ি যাবে না। এতে দীর্ঘদিন ধরে নৌ পরিবহন শ্রমিকদের কিছুটা হলেও সংকট দূর হবে।’

    ‘ইতোমধ্যে আমরা টিকিটও কাটতে শুরু করেছি,’ বলেন তিনি।

    তিনি বলেন, ‘একটা লঞ্চে অনেক জায়গা থাকে, অর্ধেক জায়গা খালি রাখলেও কোন সমস্যা হবে না।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে নিজের দোকানে কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু

    ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া বাজারে দর্জির দোকান থেকে মো. ছাব্বির হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...