More

    তালতলীতে পূর্ব শত্রুতার জেরে অটোচালককে ছুরিকাঘাত

    অবশ্যই পরুন

    বরগুনার তালতলীতে পূর্ব শত্রুতার জের ধরে হোসেন (১৭) নামের এক যুবককে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে ২ যুবক। উপজেলার ৩নং কড়ইবারিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, গত ২১জুন নির্বাচন দেখার উদ্দেশে খাইরুল, হোসেনের গাড়ি নিয়ে আরপাঙ্গাসিয়াতে যায়। ভারা নিয়ে টালবাহানা করলে তাদের ভিতরে বাকবিতন্ডার সৃষ্টি হয়।

    গতকাল বুধবার (১৪ জুলাই) হোসেন ও-ই এলাকায় গেলে উদ্দেশ্য প্রনোদিত ভাবে মারধর করে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে খাইরুল ও তার সহযোগী।

    স্থানীয় সাইফুল ও রাকিবুল জানায়, জামাল হাওলাদারের ছেলে খাইরুল ও কামালের ছেলে রিয়াজকে আলীর বন্দর এলাকার নূরুল আমিন জোমাদ্দারের ছেলে হোসেনকে ছুরিকাঘাত করতে দেখছি।

    আহতাবস্থায় তাকে তালতলী হাসপাতালে পাঠালে সেখান থেকে কলাপাড়ায় পাঠানো হয়। কলাপাড়ার কর্মরত চিকিৎসক তাকে বরিশাল রেফার করেন। হোসেন বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ১নং ওয়ার্ডের ১৮নং বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

    এবিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ( ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, বিষয়টি আমি গতকালই নিশ্চিত হয়েছি। এখন পর্যন্ত কারো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...