বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযাহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার মানবিক খাদ্য সহায়তা ১ হাজার ৮৬৪ জন দরিদ্রদের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে।
রোববার সকালে বার্থী ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার খান মনিরুজ্জামান, ইউপি সচিব অবিনাশ বাড়ৈ সৌরভ, উদ্যোক্তা সৌরভ হোসেনসহ অন্যান্যরা। শেষে ১ হাজার ৮৬৪ জন দরিদ্রদের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়।