বরগুনা তালতলীতে শাশুড়ির সাথে ঝগড়া করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার নাম শারমীন আক্তার (২২)। এ ঘটনায় সন্ধ্যায় তালতলী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। শারমীন আক্তার উপজেলার সোনাকাটা ইউনিয়নের লালুপাড়া গ্রামের বাসিন্দা ও ওমান প্রবাসী মো. শামীমের স্ত্রী।
স্থানীয়রা জানান, সোনাকাটা ইউনিয়নের লালুপাড়া গ্রামের মিলন জোমাদ্দারের ছেলে মো. শামীমের সাথে একই ইউনিয়নের মো. ছগির জোমাদ্দারের মেয়ে শারমিন আক্তারের সাথে প্রায় ৭ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের ২ বছর পর তাদের একটি ছেলে সন্তান হয়। দুই বছর আগে শামীম তার স্ত্রী শারমীন আক্তারকে তার বাবা মায়ের কাছে রেখে প্রবাসে চলে যান। এরপর থেকে নানা বিষয় নিয়ে প্রায় শাশুড়ির সাথে শারমীনের ঝগড়া বিবাদ লেগেই থাকতো।