বরগুনার পাথরঘাটায় গ্রিল কেটে নগদ টাকাসহ ১৫ ভরি স্বর্ণালংকার লুট করার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার কালমেঘা ইউনিয়নের পূর্ব কালমেঘা এলাকায় সেকান্দার মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে জানা যায়, দোতলা বাড়ির সিঁড়ি রুমের গ্রিল কেটে ডাকাতদল ঘরে প্রবেশ করে। দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ঘরে থাকা নারী ও শিশুদের জিম্মি করে ব্যাপক তাণ্ডব চালিয়ে ১৫ ভরি স্বর্ণ এবং নগদ তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। স্থানীয়দের থেকে জানা যায়, সেকান্দার মাস্টার মারা যাওয়ার আগেই তার ৩ ছেলের জন্য ২ তলা ভবন করে ভিন্ন ভিন্ন রুম করে দেন। তার ৩ ছেলেই প্রবাসী।
সেকান্দার মাস্টারের স্যালক জলিল মিয়া জানান, তার মেজো ভাগ্নে বৌ রুমি ও ছোট ভাগ্নে বৌ রিপা তাদের রুমে তালা দিয়ে বেশ কয়েকদিন আগে তাদের বাবার বাড়িতে বেড়াতে যায়। ঘটনার সময় বড় ভাগ্নের বৌ তানিয়া, তানিয়া নানি মমতাজ ও দুই ছেলে বাড়িতে অবস্থান করছিল। রাত একটার দিকে গ্রীল কেটে ডাকাত দল ঘরে প্রবেশ করে তাদের জিম্মি করে সব কয়টি রুমের দরজা ভেঙ্গে লুটপাট করে।
সেকান্দার মাস্টারের বড় ছেলে স্ত্রী তানিয়া আক্তার জানান, গভীর রাতে গ্রিল কেটে দরজা ভেঙে ঘরে ১২ থেকে ১৫ জন প্রবেশ করে আমাদেরকে জিম্মি করে সবকিছু লুট করে নিয়ে যায়। এতে বাঁধা দিলে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয়। রুমি ও রিপা আক্তার জানান, ঘটনাটি সন্দেহ জনক। ডাকাতদের আচার-আচরণে বোঝা যাচ্ছে তারা পূর্ব পরিচিত। এবং এর সাথে এই পরিবারের কারও যোগসাজশ রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. সোহরাব হোসেন জানান, যে ঘটনাটি ঘটেছে তা পরিচিত মানুষ ছাড়া সম্বব না। তবে ধারণা করা হচ্ছে অনেকেই চাকরি হারিয়ে এলাকায় অবস্থান করছেন তাদের দাড়াও এটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা)সার্কেল মো. তোফায়েল হোসেন সরকার জানান, ঘটনা শোনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় তদন্ত চলছে। অতিশীঘ্রই এর রহস্য উদঘাটন হবে বলে জানান তিনি।
