More

    দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কেরানীগঞ্জের নূর সুপার মার্কেটের আগুন

    অবশ্যই পরুন

    প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ঢাকার কেরানীগঞ্জের নূর সুপার মার্কেটে লাগা আগুন।

    রোববার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ৮টি ইউনিট।

    জানা যায়, তৈরি পোশাকের এই মার্কেটে প্রায় কয়েকশ দোকান রয়েছে। রাত ৮টার দিকেই ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যান। আগুনের খবর পেয়ে তারা আবারও মার্কেটে ফিরে আসেন। অনেকেই নিজের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় আগুন নেভাতে কাজ শুরু করেন।

    এদিকে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। রাত পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

    ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত চারদিন ধরে অসুস্থ্ সাবেক এই টাইগার ক্রিকেটার। শুরুতে জ্বরে ভুগছিলেন।...