্বরিশাল নিউজ ডেস্ক : বরিশালের মেহেন্দিগঞ্জে ৫ আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার সন্ধ্যা সোয়া ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন খান।
চলতি মাসের প্রথম সপ্তাহে মেহেন্দিগঞ্জের মেঘনা তীরবর্তী এলাকা নাঈম দেওয়ানকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের পর পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাদের গডফাদার ও সহযোগী হিসেবে ৫ আওয়ামী লীগ ও যুবলীগ নেতার নাম প্রকাশ করে ।
এ নিয়ে গত সোমবার ২৪ ডিসেম্বর বিভিন্ন গনমাধ্যম সংবাদ প্রকাশ করে । সংবাদ প্রকাশের পর প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ মেলায় ওই ৫ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা আওয়ামী লীগ।
কামাল উদ্দিন খান জানান, উপজেলা আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। অনৈতিক কর্মকাণ্ডের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছ ।
বরিশাল নিউজ/স্ব/খ