More

    আগৈলঝাড়ায় ৬৮টি গীর্জায় বড়দিন উদযাপন

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দিয়ে ৬৮টি গীর্জায় যীশু
    খ্রিষ্টের শুভ জন্মদিন বড়দিন উদযাপন করা হয়েছে।

    রোববার উপজেলার ৫টি ইউনিয়নের ৬৮টি গীর্জায় কঠোর নিরাপত্তার মধ্য
    দিয়ে বড়দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুভ বড় দিন উপলক্ষে খ্রিষ্টান পল্লীর
    প্রতিটি বাড়িতে বাড়িতে ক্রিসমাস ট্রি, রং-বেরংয়ের কারুকার্য আল্পনা,
    রঙ্গিন কাগজের বাহারী ফুলের আঙ্গিনা সাজানো, আর রঙ্গিন বাতিতে সাজানো
    হয়েছে আবাসগৃহ, গো-শালা থেকে শুরু করে প্রার্থণার কেন্দ্রবিন্দু
    গীর্জাগুলো পর্যন্ত।

    এর মধ্যে উপজেলা প্রশাসন থেকে ৬৮টি গীর্জায় সরকারী অনুদান বিতরণ করা
    হয়েছে। বড়দিনের উৎসব আমেজকে নিরাপদ ও নির্বিঘ্ন সম্পন্ন করতে
    গীর্জাগুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান থানা ভারপ্রাপ্ত
    কর্মকর্তা গোলাম ছরোয়ার।

    বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...