More

    আগৈলঝাড়ায় অভিযানে ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা, বাশাইল, বাহাদুরপুর বিল ও খালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের
    যৌথ অভিযানে ৪০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে
    জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয়।

    উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গতকাল সোমবার
    সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা,
    বাশাইল, বাহাদুরপুর বিল ও খালে আগৈলঝাড়া থানা পুলিশের সহয়তায় উপজেলা
    প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৪০ হাজার মিটার অবৈধ চায়না
    দুয়ারী জাল আটক করা হয়।

    পরে আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
    নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে উপজেলা পরিষদ
    চত্বরে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম,
    উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.
    মনিরুজ্জামান তরফদার প্রমুখ।

    উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান, দেশীয়
    প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার বন্ধে অভিযান
    অব্যাহত থাকবে।

    বরিশাল নিউজ /স্ব/খ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...