আগৈলঝাড়া প্রতিনিধিঃ আবহাওয়া পরিবর্তনের কারনে বরিশালের আগৈলঝাড়ায় ডায়রিয়া ও নিউমোনিয়া
রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। প্রতিদিনই আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীরা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে
হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
আউডডোরে প্রতিদিন ১৫-২০জন ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী চিকিৎসা
নিচ্ছেন। গত দুইদিন ধরে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
রোববার ও গতকাল সোমবার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত
হয়ে ভর্তি হয়েছেন রাংতা গ্রামের আবু তালেবের মেয়ে স্বর্না আক্তার (১৯),
মুন্সিরতাল্লুক গ্রামের খিতিশ গাইনের দেড় বছরের মেয়ে বরশিতা গাইন,
জাবারপাড় গ্রামের অমৃত হালদারের ষোল মাসের মেয়ে অনুশকা হালদার, মুসুরিয়া
গ্রামের নিহার গুপ্তের দশ মাসের যমজ ছেলে অনুপম গুপ্ত, নিরুপম গুপ্ত।
এছাড়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন
কালুপাড়া গ্রামের সাগর খলিফার দেড় বছরের ছেলে আমিন খলিফা, গৈলা গ্রামের
সুমন মোল্লার এক মাসের মেয়ে সিনথিয়া ও কোদালধোয়া গ্রামের উজ্জল পান্ডের
এক বছরের মেয়ে স্বর্না পান্ডেসহ ৮জন। হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের কারনে এই রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে জানান চিকিৎসকরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, আবহাওয়া পরিবর্তনের কারনে শিশুদের
ডায়রিয়া ও নিউমোনিয়া রোগ দেখা দিয়েছে। অন্য সময়ের চেয়ে বর্তমানে রোগীর সংখ্যা একটু বেশী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমান ঔষধ থাকার কারনে রোগীর সেবার মান বৃদ্ধি পেয়েছে এবং রোগীরা দ্রæত সুস্থ্যতা লাভ করেছে।
বরিশাল নিউজ /স্ব/খ