আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় যৌতুক ও কন্যা সন্তান জন্ম দেওয়ার পর থেকে গৃহবধূকে
শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় মামলা
দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামের
মধুসুদন হালদারের ছেলে সুব্রত হালদারের সাথে দেড় বছর পূর্বে রতœপুর
ইউনিয়নের বারপাইকা গ্রামের শ্যামল মন্ডলের মেয়ে সুর্বনা মন্ডলের পারিবারিক
ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় সুব্রত হালদার ও তার পরিবার
যৌতুকের দাবীতে সুর্বনাকে শারীরিক নির্যাতন করে আসছিল। এরপরে
সুর্বনা চার মাস পূর্বে একটি কন্যা সন্তানের জন্ম দেন।
গৃহবধূ সুর্বনা মন্ডল জানান, বিয়ের পর থেকে বিভিন্ন সময় আমার স্বামী
সুব্রত হালদার ও তার পরিবার যৌতুকের দাবীতে প্রায় সময়ই শারীরিক নির্যাতন
করতো। আমি একটি কন্যা সন্তান জন্ম দেয়ায় সুব্রত’র পরিবারের নির্যাতন আরও
বেড়ে যায়। পরে নির্যাতন সইতে না পেরে পিতার বাড়ি বারপাইকা গ্রামে চলে
যাই।
অভিযুক্ত স্বামী সুব্রত হালদার যৌতুকের দাবীতে তার স্ত্রী সুর্বনাকে শারীরিক
নির্যাতনের বিষয়ে অস্বীকার করেন। এঘটনায় সুর্বণার পরিবার থেকে থানায়
মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সুর্বণা মন্ডল।
বরিশাল নিউজ /স্ব/খ