More

    আগৈলঝাড়া হাসপাতালে ২দিনে ১৩জন নিউমোনিয়া রোগী ভর্তি

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ আবহাওয়া পরিবর্তনের কারনে বরিশালের আগৈলঝাড়ায় নিউমোনিয়া রোগীর
    সংখ্যা প্রতিদিনই বাড়ছে। প্রতিদিনই আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের

    আউডডোরে প্রতিদিন ১৫-২০জন ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন। গত দুইদিন ধরে নিউমোনিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

    মঙ্গলবার ও গতকাল বুধবার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন রাজিহার গ্রামের সাত মাস বয়সী তোহা, সেরাল গ্রামের ১৭দিন বয়সী তাফসির, উত্তর শিহিপাশা গ্রামের ১৩ মাস বয়সী আনহা, অশোকসেন গ্রামের আড়াই বছরের ফাহিমা, সেরাল গ্রামের পাঁচ
    মাসের আওহিদ, একই এলাকার পাঁচ মাস বয়সী ইমতিয়াজ, পূর্বসুজনকাঠি গ্রামের পাঁচ বছরের তাবাচ্ছুম, নাঠৈ গ্রামের তিন বছরের নাবিল সরদার, গৈলা গ্রামের বিশ মাস বয়সী আহাদ, পয়সারহাট গ্রামের তিন দিনের বেবী আফরিন, বারপাইকা গ্রামের এগারো মাস বয়সী দোলা, মধ্য শিহিপিশা গ্রামের তিন বছরের আনিকা ও বাগধা গ্রামের দেড় মাসের বায়জীদসহ ১৩জন।

    হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের কারনে এই রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে জানান চিকিৎসকরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, আবহাওয়া পরিবর্তনের কারনে শিশুদের নিউমোনিয়া রোগ দেখা দিয়েছে।

    অন্য সময়ের চেয়ে বর্তমানে রোগীর সংখ্যা একটু বেশী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমান ঔষধ থাকার কারনে রোগীর সেবার মান বৃদ্ধি পেয়েছে এবং রোগীরা দ্ররুত সুস্থ্যতা লাভ করেছে।

    বরিশাল নিউজ /স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস-সহকারী (নাজির)সোহাগ এর এত সম্পদের উৎস কোথায়?

    পৌরসভার প্রাণকেন্দ্র নির্মান করছে বিলাসবহুল বাড়ি একই উপজেলায় ৮ বছর কর্মরত চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী...