বরিশাল নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন কিনতে যাচ্ছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার (২৮ ডিসেম্বর) রাতে এক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন পরিকল্পনার কথা। স্ট্যাটাস তিনি লেখেন, ‘আগামীকাল ২৯.১২.২২ ইং বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আসন্ন উপ-নির্বাচনে নাচোল,গোমস্তাপুর,ভোলাহাট উপজেলার সর্বস্তরের জনগণের সেবা করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এর সভানেত্রীর দলীয় কার্যালয় ধানমন্ডি ৩/এ হতে মনোনয়নপত্র গ্রহণ করতে যাবো, ইনশাআল্লাহ। সবার দোয়া চাই।
সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহি। মাহির স্বামী রাকিব গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য।
বরিশাল নিউজ/স্ব/খ