আগৈলঝাড়া প্রতিনিধিঃ আগামীকাল ১ জানুয়ারি নতুন বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে বই বিতরণের
কথা থাকলেও উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সর্বমোট ১ লক্ষ ১৬ হাজার ৭শত ৯২পিস বই এখনো এসে পৌঁছায়নি। আর একারণে বই উৎসবে শিক্ষার্থীদের সকল বই পাওয়া নিয়ে শংকা রয়েছে।
মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, উপজেলার ১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ে ২২হাজার ২শত ৩৬ সেট নতুন বই চাহিদার বিপরীতে ৪ হাজার ৩শত ৯৪ সেট বই এসে পৌঁছায়নি। এর মধ্যে প্রাক প্রাথমিকে ৩হাজার ৭শত সেট বইয়ের মধ্যে সব বই পাওয়া গেছে। প্রথম শ্রেণির ৩হাজার ৬শত ৮০ সেট চাহিদার বিপরীতে গণিত বই বাদে সব বই পাওয়া গেছে। দ্বিতীয় শ্রেণির ৩হাজার ৭শত ৭৬ সেট চাহিদার বিপরতীতে অন্যবই পাওয়া গেলেও বাংলা ও গণিত এখনো আসেনি।
তৃতীয় শ্রেণির চাহিদা ৩হাজার ৭শত ৩০ সেট বইয়ের মধ্যে বাংলা ও গণিত বই পাওয়া যায়ানি, চতুর্থ শ্রেণির চাহিদা ৩ হাজার ৮শত ৫০সেট বই। বাংলা, গণিত ও বিজ্ঞান বাদে অন্য সকল বই পাওয়া গেছে। পঞ্চম শ্রেণির চাহিদা ৩হাজার ৫শত সেট বইয়ের মধ্যে বাংলা, গণিত ও বিজ্ঞান বই এখনো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এসে পৌঁছায়নি। সর্বপরি বই উৎসবের একদিন বাকী থাকলেও এখনো ৪০ হাজার ৭শত ৪২পিস বই এখনো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আসেনি বলে জানিয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত। আর একারণে বছরের প্রথম দিন বই উৎসবে শিক্ষার্থীদের হাতে শতভাগ বই বিতরণ নিয়ে শংকা রয়েছে।
অপরদিকে ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ১৩হাজার ৭শত সেট নতুন বইয়ের চাহিদার বিপরতীতে ৫হাজার ১শত সেট বই এখনো পাওয়া যায়নি। এর মধ্যে ষষ্ঠ শ্রেণির চাহিদা ৩ হাজার ৫শত সেট বইয়ের মধ্যে সব বই পাওয়া গেছে। সপ্তম শ্রেণির চাহিদা ৩হাজার ৩ শত ৫০ সেট বইয়ের মধ্যে এখনও কোন বই আসেনি। অষ্টম
শ্রেণির চাহিদা ৩ হাজার ৩শত ৫০ সেট বইয়ের মধ্যে সব বই পাওয়া গেছে। নবম শ্রেণির চাহিদা ৩হাজার ৫শত সেট বইয়ের মধ্যে অর্ধেক বই আসলেও মাধ্যমিক পর্যায়ে সর্বমোট ৭৬ হাজার ৫০পিস বই এখানো আসেনি।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, আগামী ৩-৪ দিনের মধ্যে ৭ম ও ৯ম শ্রেণির বাকী বইগুলো চলে আসবে। উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সর্বমোট ১লক্ষ ১৬ হাজার ৭শত ৯২পিস বই এখনো পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত জানান, ৫ জানুয়ারির
মধ্যে শতভাগ বই পৌঁছাবে বলে ঠিকাদারী প্রতিষ্ঠান জানিয়েছে।
বরিশাল নিউজ /স্ব/খ