বরিশালের আগৈলঝাড়ায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের জন্য বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে “বই বিতরণ উৎসব” পালন করা হয়েছে।
রোববার সকালে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এ সময় আরও বক্তব্য রাখেন, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি এলিনা জাহিন পুতুল, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছরোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ শুপ্তসহ প্রমুখ।
পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সরকারের দেওয়া বিনামূল্যের বই তুলে দেন। এছাড়াও উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা ফজলুল হক এর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেগাই হালদার পাবলিক একাডেমীর সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, একাডেমীক সুপারভাইজার প্রান কুমার ঘটক, বাকাল ইউপি চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সদস্য বিপুল দাস, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম পাইক, অনিল চন্দ্র হালদারসহ প্রমুখ।
বরিশাল নিউজ/স্ব/খ