More

    প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ভাগ্য বদল বাকেরগঞ্জে হেলেনাদের

    অবশ্যই পরুন

    নাম হেলেনা বেগম। মাঝবয়সী গৃহিনী। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে তার বসবাস। প্রায় ২৫-২৬ বছর আগের কথা। অনেক স্বপ্ন নিয়ে স্বামীর সংসারে যান তিনি। হয়েছেন চার ছেলে ও একটি ফুটফুটে মেয়ের গর্বিত মা। দিনমজুর স্বামী হুট করে পরিবারকে অথৈ সাগরে ভাসিয়ে দ্বিতীয় বিয়ে করে চলে যান।

    এ অবস্থায় বড় অসহায় হয়ে পড়েন তিনি। এমন সময় তার পাশে দাঁড়ায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন। এক বছর আগে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্প থেকে একটি ঘর দেয়া হয় হেলেনা বেগমকে, সঙ্গে দুই শতাংশ জমি। পাল্টে যেতে থাকে হেলেনার জীবন। শুরু করেন হাঁস-মুরগি প্রতিপালন।

    প্রধানমন্ত্রীর দেয়া জায়গাতেই সবজির চাষে পান সফলতা। দিন বদলের সঙ্গে সঙ্গে জীবন বদলে যায় হেলেনার।
    প্রায় ১৪ বছর আগের ঘটনা। কোনো দিশা না পেয়ে হেলেনা বেগম অন্যের বাড়িতে কাজ করা শুরু করেছিলেন। সন্তানদের নিয়ে পরের ভিটায় আশ্রিত হেলেনা দুবেলা দু মুঠো অন্ন যোগাতে হয়ে পড়েন ব্যতিব্যস্ত। কিন্তু হায়! তবুও প্রায়ই অনাহারে-অর্ধাহারে জীবন কাটতে থাকে তার পরিবারের।

    এখন তার সন্তানেরা আবার বিদ্যালয়ে যায়। এখন আর তাদের অভুক্ত থাকতে হয় না। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঘর ও একখণ্ড জমি  আমূল পরিবর্তন এনেছে তাদের জীবনে। তিনি এখন স্বপ্ন দেখেন তারই সন্তান একদিন সরকারি চাকরিজীবী হবে, করবে দেশের সেবা। প্রধানমন্ত্রীর প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই।

    আর এভাবেই হাজারো হেলেনা শুরু করেছেন তাদের নতুন জীবন। প্রধানমন্ত্রীর ঘর তাদের জীবনে ফিরিয়ে দিয়েছে আশার আলো। এগিয়ে চলেছেন তারা স্বপ্ন পূরণের প্রত্যাশা নিয়ে। ভালো থাকুক সকল হেলেনা। পূর্ণ  করুক তাদের স্বপ্নগুলো।

    শুধু বরিশালের বাকেরগঞ্জের এই হেলেনাই নয়, দেশের বিভিন্ন অঞ্চলে যাদের মাথা গোঁজার ঠাঁই ছিল। ছিল না চাষের একখণ্ড জমি। হতাশায় নিমজ্জিত ছিল তারা। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে তাদের মুখে হাসি ফুটেছে। অল্প জমিতেই চাষ করে নিজেদের বেঁচে থাকার অবলম্বন খুঁজে পেয়েছেন এসব মানুষ ।

    লেখক: আবুজর মো. ইজাজুল হক, সহকারী কমিশনার (ভূমি), বাকেরগঞ্জ, বরিশাল।

    বরিশাল নিউজ/স্ব/খ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...