বাংলাদেশ আওযামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে সংবিধান অনুযায়ী সময়মতো সুষ্ঠু নির্বাচন হবে। বিএনপি বা কেউ নির্বাচনে না আসলে তাতে কিছু যায়-আসে না। তবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করব যাতে বিএনপি নির্বাচনে আসে। আগামী সেপ্টেম্বরের মধ্যেই জানা যাবে তারা নির্বাচনে আসবে কিনা। আমার দৃঢ় বিশ্বাস তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।
আগামী সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি অতীতের মতো সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করবে। দেশের আইনশৃংখলা বাহিনী অনেক সু-শৃংখল ও সক্ষম। তাদের দায়িত্ব দেশের আইনশৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখা। সামরিক বাহিনী অন্যান্য সিভিল প্রশাসন তারা এটা মোকাবেলা করবে। এবং এখানে আমরা রাজনৈতিক দল হিসেবে আওয়ামীলীগের দায়িত্ব হবে প্রশাসন কে সহযোগীতা করা, আমরা সেটা রাজনৈতিকভাবে করব। বিএনপি অতীতেও আন্দোলনের কথা বলেছে। এখনও বলছে, ভবিষ্যতেও বলবে। কিন্তু তারা কোন আন্দোলনই করতে পারবে না। আন্দোলনের নামে তারা দেশের মানুষের জানমালের ক্ষতি করবে। কিন্তু আমরা তা হতে দেবনা। দেশে সময় মতো, সংবিধান অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচন অবশ্যই আর্ন্তজাতিক ভাবে গ্রহণযোগ্য হবে।
মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ নুর রহমানের সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তী ও পুর্নমিলনী অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, ও বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ চন্নু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বরিশাল নিউজ/স্ব/খ