More

    পাথরঘাটায় ২ দিনেও সন্ধান মেলেনি ২ জেলের

    অবশ্যই পরুন

    পাথরঘাটা থেকে দক্ষিণ-পশ্চিম সুন্দরবনের পক্ষিদিয়া এলাকায় মাছ ধরার সময় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলে। এ ঘটনার দুই দিনেও মেলেনি তাদের সন্ধান। মঙ্গলবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

    নিখোঁজ জেলেরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের আ: রহিম বেপারির ছেলে মো: ইউসুফ বেপারি (২২) ও আমিন বেপারির ছেলে মো: বাইজিদ বেপারি (১৬)।

    পরিবার সূত্রে জানা যায়, ছোট ট্রলার নিয়ে মঙ্গলবার মাছ ধরার জন্য যায় ইউসুফ ও বাইজিদ। রাত দেড়টার দিকে বাইজিদ মোবাইলে পরিবারের কাছে বাতাসে দুলে ট্রলার ডুবে যাচ্ছে বলে জানায়। এর কিছুক্ষণ পর তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।

    বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘শৈত্য প্রবাহের প্রচণ্ড বাতাসের কারণে ট্রলার ডুবে যাওয়ার খবর শুনেছি। আমরা খোঁজ-খবর নিচ্ছি।

    কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাফায়েত আবরার বলেন, এমন দুর্ঘটনার খবর আমরা জানতে পেরেছি। বিষয়টি কোস্টগার্ডের পশ্চিম জোনকে অবহিত করা হয়েছে।  তাদের টিম ইতোমধ্যেই অনুসন্ধানে নেমে পড়েছে বলে জানান তিনি।

    বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

    রাজধানীর ধানমণ্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সোমবার সন্ধ্যা...