তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না হলে আওয়ামী লীগের পাতানো নির্বাচনে বিএনপিসহ কোন দলই অংশ নেবে না। তাই নির্বাচনের আগেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রণয়ন করতে হবে। সেই সাথে বিএনপির ১০ দফা দাবিসহ রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বরগুনা টাউন হল মিলনায়তনে জাতীয়তাবাদী দল বিএনপির ১০ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখাবিষয়ক বিশ্লেষণমূলক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
এসময় জয়নুল আবেদিন বলেন, আওয়ামী লীগ সরকারের পালানোর সময় হয়ে এসেছে। শিগগির তাদের এ দেশ ছেড়ে পালাতে হবে। বাংলাদেশের জনগণ তাদের এ দেশ থেকে বিতাড়িত করবে।
বরগুনা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা।
বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লাসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা পর্যায়ের বিএনপি নেতারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক।
বরিশাল নিউজ/স্ব/খ