More

    বাবুগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান

    অবশ্যই পরুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রহমতপুর বাজার সংলগ্ন মৃত চান মুন্সির ছেলে সুমন মুন্সির বসতঘর সাম্প্রতিক অগ্নিকান্ডে পুরে ছাই হয়ে যায়। শনিবার সকালে সংরক্ষিত মহিলা আসন-৪৮ এর এমপি লুৎফুন নেছা খান বিউটি ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও শীতবস্ত্র কম্বল প্রদান করেন। এসময় তিনি নিজস্ব অর্থে ওই পরিবারটিকে একটি ভ্যান ক্রয় করে দিয়ে উপার্জনের ব্যবস্থা করবেন বলে ওয়াদা করেন। এছাড়া সরকারি ভাবে টিনের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি।

    এ দিকে  বরিশালের বাবুগঞ্জের মাধবপাশা খ্রিস্টানপাড়ায় দু’টি চার্চের সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে । শনিবার (০৭ জানুয়ারি) সকাল ১১ টার দিকে ফিতা কেটে মাধবপাশা ব্যাপিস্ট চার্চ ও এজি চার্চের সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সদস্য, মহিলা আসন-৪৮ এর সাংসদ লুৎফুন্ নেসা খান এমপি।

    এসময় ফুল ছিটিয়ে ও সমবেত গান গেয়ে এমপিকে বরণ করে নেন খ্রিস্টান ধর্ম্বালম্বীরা। ক্ষেতমজুর নেতা রবিন বৈদ্য’র সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা বাবুল সমাদ্দ‍ারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে লুৎফুন নেসা খান এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। তিনি আরো বলেন, প্রকল্পের কাজ স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে করতে হবে। আমি এ অঞ্চলের উন্নয়ন করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন- এই আশা ব্যক্ত করছি।

    অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সময় বীরমুক্তিযোদ্ধা টি এম শাহজাহান, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য বীরমুক্তিযোদ্ধা মুজাম্মেল হক ফিরোজ। বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন।

    বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খান, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সদস্য, দিলীপ কুমার রাজা, খলিলুর রহমান, হাবিবুর রহমান, আজিজুর রহমান, হাসানুর রহমান পান্নু, স্থানীয় ইউপি সদস্য, আওয়ামীলগ নেতা মো. মাহবুব হোসেন, মোহাম্মদ আলী বেগ, ছাত্রমৈত্রী নেতা সোহেল মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

     বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...