মো:সৌরব বেতাগী, বরগুনা প্রতিনিধি:- সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং তথ্যভিত্তিক পরিবেশ সাংবাদিকতায় পুরস্কার পেয়েছেন সাইদুল ইসলাম মন্টু। তিনি প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিবেদক। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটি আয়োজিত ‘দূষণমুক্ত সুন্দরবন গড়তে বরগুনায় সাংবাদিকদের যৌথ অঙ্গীকার সংলাপ’ শেষে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির সভাপতি মনির হোসেন কামাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু মো. জাফর সালেহ। এসময় বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা, সুন্দরবন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অনুপ রায়, বরগুনা জেলা রূপান্তরের প্রধান সমন্বয়কারী মো. খলিলুর রহমান, হাফিজুর রহমান, শাহ আলী এবং আরিফুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের পরিবেশ-প্রতিবেশ রক্ষার প্রধান ঢাল।
কিন্তু মানবসৃষ্ট নানামুখী হুমকি-যেমন অনিয়ন্ত্রিত পর্যটন, নৌযানের বর্জ্য, প্লাস্টিক দূষণ, বনসম্পদের অতিরিক্ত ব্যবহার এবং আশপাশের জনবসতির চাপ- এই ম্যানগ্রোভ বনের অস্তিত্বকে ক্ষতিগ্রস্ত করছে। প্লাস্টিকের ক্ষুদ্র কণা শ্বাসমূল বাধাগ্রস্ত করে গাছপালাকে দুর্বল করছে, একই সঙ্গে বন্যপ্রাণীর খাদ্যচক্রেও বিঘ্ন ঘটছে। এসব কারণে পুরো উপকূলীয় জনপদ জলবায়ু ঝুঁকির মুখে পড়ছে।
কার্যকর ভূমিকা রাখতে পারবেন। এজন্য দীর্ঘমেয়াদি পরিবেশ পর্যবেক্ষণ, তথ্যভিত্তিক প্রতিবেদন এবং ধারাবাহিক উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করা হয়। পরে স্থানীয় সাংবাদিকদের জমা করা প্রতিবেদনের মধ্যে থেকে সেরা তিন সাংবাদিককে ক্রেস্ট, সনদ ও পুরস্কার দেওয়া হয়। এরা হলেন- সাইদুল ইসলাম মন্টু, মো. শফিকুল ইসলাম খোকন, ও তৌহিদুল ইসলাম শুভ।
