More

    আগৈলঝাড়ায় যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষরা

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে একটি পরিবারের যাতায়াতের পথ বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। উল্টো ওই পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, একটি ইরি-বোরো ব্লকের  বিরোধ নিয়ে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিন গৈলা গ্রামের সেকেন্দার সরদারের ছেলে অটো চালক নাহিদ সরদারের বাড়ির যাতায়াতের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে মোসলেম সিকদারের ছেলে প্রতিপক্ষ নাহিদ সিকদার। ওই পথ দিয়ে নাহিদ সরদারের পরিবারের
    লোকজনসহ তার অটো গাড়িটি বাড়িতে আনা-নেওয়া করত।

    নাহিদ সরদারের মা নেহার বেগম জানান, আমাদের যাতায়াতের পথে বেড়া দেওয়ায় গর্ভবতী পূত্রবধূ ও ছোট নাতীসহ পরিবারের লোকজন ইরি ব্লকের ড্রেনের উপর দিয়ে জীবনের ঝুকি নিয়ে এক সপ্তাহ ধরে চলাচল করতে হচ্ছে।

    এঘটনায় গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু ও স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান তালুকদারকে জানানো হলেও তারা এক সপ্তাহেও কোন ব্যবস্থা নেননি। এঘটনার জের ধরে অটো চালক নাহিদ সরদারের পরিবারকে উল্টে চাদাবাজি অভিযোগ দিয়ে হয়রানি করছে নাহিদ সিকদারের চাচা মোশারফ সিকদার।

    এ ব্যাপারে নাহিদ সরদার বলেন, ইরি-বোরো কের বিরোধ নিয়ে আমাদের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে নাহিদ সিকদার। নাহিদের চাচা মোশারফ সিকদার বাদী হয়ে উল্টো আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। রাতের অন্ধকারে কে বা কাহারা বেড়া ভেঙ্গে ফেলেছে আমি কিছুই জানিনা।

    এ ব্যাপারে নাহিদ সিকদারের চাচা মোশারফ সিকদার বলেন, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। আমি এব্যাপারে ঢাকা থেকে এসে সরাসারি কথা বলব। আগৈলঝাড়া থানার তদন্তকারী কর্মকর্তা এএসআই আবু সালেহ বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে কোন বেড়া দেখতে পাইনি। অভিযোগের ব্যাপারে তদন্ত করে
    আদালতে প্রেরন করা হয়েছে।

    বরিশাল নিউজ/স্ব/খ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টানা ৫ দিন ভারি বৃষ্টিপাতের আভাস

    দেশের বিভিন্ন স্থানে টানা পাঁচদিন বজ্রসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায়...