More

    বরিশালে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    পরিবারের সদস্যদের সাথে অভিমান করে লাবনী আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    নিহত লাবনী আক্তার জেলার আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের আলহাজ সরদারের মেয়ে এবং সেরাল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিলো।

    নিহতের স্বজনরা জানান, রোববার  দুপুরে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় লাবনী। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তৌকির আহমেদ লাবনীকে মৃত বলে ঘোষণা করেন।

    গৌরনদী মডেল থানার এসআই মো. শাহজাহান জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

     বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...