More

    আগৈলঝাড়ায় সপ্তম শ্রেণির কোন বই এখনও আসেনি

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় সপ্তম শ্রেণির বই ছাড়াই ক্লাস করছেন শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে হতাশা। শিক্ষা অফিস বলতে

    পারছেন না কবে আসবে সপ্তম শ্রেণির বই। সপ্তম শ্রেণির বইয়ের চাহিদা ছিল ৩ হাজার ৩শত ৫০ সেট বই। এর মধ্যে একটি বইও এখন পর্যন্ত আসেনি।

    শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গত ১লা জানুয়ারী সারা দেশের ন্যায় আগৈলঝাড়ায়ও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বই উৎসব পালন করা হয়েছে। তবে এই বই উৎসবে সপ্তম শ্রেণির কোন শিক্ষার্থীরা বই পায়নি। তারা মনক্ষুন্ন হয়ে খালি হাতে বাড়ি ফিরে যেতে হয়েছে।

    সরেজমিন গতকাল রোববার সকালে গিয়ে দেখা গেছে, উপজেলা সদরের এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর দুটি শাখায় ১ শত ৪০জন শিক্ষার্থী থাকলেও বই না পাওয়া শিক্ষার্থী সুচনা মজুমদার, পুনম বেপারী, তাজলিয়া জাহান লিনসহ ১০-১২জন শিক্ষার্থী বই ছাড়াই ক্লাস করছেন। ওই বিদ্যালয়ের সহকারী
    শিক্ষক সহদেব হালদার শিক্ষার্থীদের সপ্তম শ্রেণির কোন বই না থাকায় গ্রামার পড়াচ্ছেন।

    উপজেলায় সপ্তম শ্রেণির জন্য ৩ হাজার ৩শত ৫০ সেট বইয়ের চাহিদা থাকলেও কোন বই এখনও আসেনি। সপ্তম শ্রেনীর শিক্ষার্থী পুনম বেপারী বলেন, বই উৎসবের অনেক দিন চলে গেলেও এখন পর্যন্ত আমরা কোন একটি বই হাতে পাইনি। বই না পাওয়ায় আমাদের লেখা-পড়াসহ ক্লাস করতে সমস্যা হচ্ছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ অর রশীদ বলেন, আমার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১শত ৪০ সেট বইয়ের
    চাহিদা ছিল। সরকারী ভাবে আগৈলঝাড়ায় এখন পর্যন্ত সপ্তম শ্রেণির কোন বই আসেনি। যার জন্য শিক্ষার্থীদের বই ছাড়াই ক্লাস করতে হচ্ছে।

    এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, বই উৎসবের ৮দিন চলে গেলেও এখন পর্যন্ত উপজেলায় সপ্তম শ্রেণির কোন বই আসেনি। বই আসলে তাৎক্ষনিক ভাবে বিদ্যালয় গুলোতে পৌছে দেওয়া হবে।

     বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...