More

    আগৈলঝাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় বাড়ির জায়গা দিয়ে রাস্তা নেয়াকে কেন্দ্র করে হামলা- সংর্ঘষে প্রতিবন্ধী যুবকসহ ৬জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে উপজেলার রত্পুনর ইউনিয়নের রত্নপুর গ্রামের হারুন ফকিরের বাড়ির জায়গা দিয়ে ইউনিয়ন পরিষদের বরাদ্দে ইটের রাস্তার নির্মাণ কাজ চলছিল। রাস্তার নির্মাণ কাজ চলার সময় পাশের বাড়ির আবুল কালাম আজাদ ফকিরের সাথে হারুন ফকিরের বিরোধ সৃষ্টি
    হয় ।

    এঘটনায় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায় আবুল কালাম আজাদ ফকিরের নেতৃত্বে ৮/১০ জন মিলে হারুন ফকিরের প্রতিবন্ধী ছেলে সুজন ফকির (২৭) কে মারধর করে। এসময় তাকে রক্ষা করতে আসলে হারুন ফকিরের স্ত্রী মরিময় বেগম (৪৫), মেয়ে এসএসসি পরীক্ষার্থী জিদনী আক্তার (১৬), আলো বেগম (৪৬), শরীফা বেগম (৪০) ও হারুন ফকিরকে (৫৫) মারধর করে আহত করে। এদের মধ্যে গুরুতর আহত সুজন
    ফকির, মরিয়ম বেগম, শরীফা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

     বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...