More

    বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    অবশ্যই পরুন

    স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।

    মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে নগরীস্থ দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন প্যানেল মেয়র গাজী নাঈমুল হাসান লিটু, এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ও আয়শা তৌহিদা লুনা।

    পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস সহ অন্যান্য নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করে। পরে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন শ্রদ্ধা নিবেদন করেন।

    পরে দলীয় কার্যালয়ে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের দিনগুলির কথা স্মরণ করে অনুষ্ঠিত আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ।

     বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার...