More

    বরিশালে বিএনপির গণঅবস্থান কর্মসূচি পালিত

    অবশ্যই পরুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ দাশ। নির্বাচন মানবোনা, নির্বাচন কমিশনের অধীনে কোন ভোট মানবোনা।

    তিনি আরও বলেন, নতুন করে সংবিধানের মাধ্যমে জনগনের অধিকার ফিরিয়ে দিতে হবে। সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। ১

    দফা দাবীতে বুধবার বেলা ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি চলাকালীন সভায় প্রধান অতিথির বক্তব্যে বেগম সেলিমা রহমান এসব কথা বলেছেন। গণঅবস্থান কর্মসূচিতে বিভাগের সকল জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    একইদিন সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে রাজনৈতিক কারনে বন্দিদের অবিলম্বে মুক্তি, হামলা, মামলা, গুম ও খুন বন্ধের দাবিতে বরিশালে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

    জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) বরিশাল বিভাগের সমন্বয়ক সোহরাব হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নীলু, গণঅধিকার পরিষদের জেলা সদস্য সচিব রফিকুল ইসলাম রাসেল প্রমুখ।

    এছাড়াও গণঅবস্থান কর্মসূচিতে বরিশাল মহানগর, জেলা এবং বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির গণঅবস্থান কর্মসূচি ঘিরে বরিশালে মোড়ে মাড়ে পুলিশ সতর্ক অবস্থানে ছিলেন।

    এই কর্মসূচিকে ঘিরে অশ্বিনী কুমার হল ও সদর রোডের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনও ছিলেন। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেছি।

    জনগণের দাবি অনুয়ায়ী দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, বর্তমান ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, একটি নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় নির্বাচনের দাবিতে এই গণ-অবস্থান কর্মসূচিতে বিএনপি ও সমমনা দলগুলো ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছে।

    বরিশাল নিউজ/এম/স

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীর দুমকীতে প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগর এর অভিযোগ সংবাদ সম্মেলনে

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি : দুমকীর শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রায় হনুফা নুরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ঘর...