More

    বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে সকল কারাবরণকারী নেতাদের সংবর্ধনা অনুষ্ঠান

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ  বরিশাল মহানগর যুবদল আজ (২৮ জানুয়ারি, ২০২৪) সকল কারাবরণকারী নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এডভোকেট বিলকিস জাহান শিরিন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সভাপতিত্ব করেন বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুল রহমান মাসুদ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি বিলকিস জাহান শিরিন বলেন, “আমাদের নেতারা দেশের জন্য নিরন্তর লড়াই করে যাচ্ছেন। তারা কারাগারে থাকলেও তাদের লড়াই থেমে থাকেনি। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা অপরিসীম।”

    বিশেষ অতিথি মোঃ মনিরুজ্জামান খান ফারুক বলেন, আমাদের নেতারা শুধু কারাগারেই নয়, বরং দেশের প্রতিটি প্রান্তে লড়াই করে যাচ্ছেন। আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।

    বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক এ্যাডঃ মাজাহারুল ইসলাম জাহান বলেন, আমাদের নেতারা দেশের জন্য যে ত্যাগ স্বীকার করছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
    বরিশাল মহানগর বিএনপি ও যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...