More

    জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা সরোয়ার

    অবশ্যই পরুন

    রাজনৈতিক মামলায় দীর্ঘদিন কারাবন্দির থাকার পরে জামিনে মুক্ত হয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও বরিশাল সদর আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। বৃহস্পতিবার সন্ধ্যার পরে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছন।

    এই তথ্য নিশ্চিত করেন তরিকুল ইসলাম তারেক বরিশাল মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ।

    তিনি জানান- ২ নভেম্বর রাত ৩টার সময় রাজধানী মোহাম্মদপুরে তার এক নিকট আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। তাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিল বিএনপি। দীর্ঘ তিন মাসের অধিক সময় বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি সরোয়ার বৃহস্পতিবার মুক্তি পেলেন।

    এই বিএনপি নেতা জানান, ২৮ অক্টোবর বিচারপতির বাসভবনে হামলাসহ দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...