More

    ঝালকাঠির সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধে মানববন্ধন

    অবশ্যই পরুন

    সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধ ও ভাঙন কবলিত মানুষের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠির মগড় ইউনিয়নে বাসিন্দারা।

    শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায়  নগরের অশ্বিনী কুমার হল চত্বরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এ সময় তাদের সঙ্গে একাত্বতা প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন বাসদ জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

    সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন বেড়েছে। তাই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ মগড় ইউনিয়ন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মানবন্ধনে অংশগ্রহণকারীরা।

    মানবন্ধনে বরিশাল জেলা বাসদের সদস্য সচীব ডা. মনীষা চক্রবর্তী বলেন, আমাদের বিশ্বাস সরকার দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি নদী ভাঙন রক্ষায়ও ব্যবস্থা নেবে।

    বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না, বিবিসি বাংলাকে রুমিন ফারহানা

    দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। দল ছেড়ে অন্য...