More

    ভোলায়‘কাঁকড়া ট্রাক্টর’কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ

    অবশ্যই পরুন

    ভোলায় (কাঁকড়া) ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা সহোদর ভাই।

    রোববার (১৪ জানুয়ারি) দুপুরে ভোলা-ভেদুরিয়া ফেরিঘাট এলাকার ধানসিঁড়ি মোড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার সেলিমাবাদ এলাকার কাঞ্চন মোল্লার ছেলে সোহেল (২৬) ও শাওন (২২)।

    ভোলা সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও দুই মরদেহ উদ্ধার করেছে। ঘাতক কাঁকড়া ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    পুলিশ জানায়, দুপুরের দিকে দুই সহোদর মোটরসাইকেল নিয়ে পরানগঞ্জ বাজার থেকে ভেদুরিয়া ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সোকেল ও শাওন মারা যায়।

    বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...