More

    আগৈলঝাড়ায় কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি ভিশন সেন্টারের
    উদ্বোধন করা হয়েচে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ১৩টি জেলার
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন
    করেন।

    প্রধানমন্ত্রী গতকাল বুধবার সকালে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি তৃতীয় ধাপে এই কমিউনিটি ভিশন সেন্টারগুলোর উদ্বোধন করেন। এখন দেশে মোট কমিউনিটি ভিশন সেন্টারের সংখ্যা দাড়িয়েছে ১৩৫টিতে। এই সেন্টারের মাধ্যমে তৃণমূলের এক-তৃতীয়াংশ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার আওতায় আনা হয়েছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আয়োজিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। অনুষ্ঠানে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি ভিশন সেন্টারের কর্মকর্তারা সংযুক্ত হয়।

    নতুন চালু হওয়া কমিউনিটি ভিশন সেন্টারের মধ্যে বরিশাল বিভাগে ২০টি, চট্টগ্রাম বিভাগে ২০টি, রাজশাহী বিভাগে ৪টি ও খুলনা বিভাগে ১টি রয়েছে। প্রধানমন্ত্রী কমিউনিটি ভিশন সেন্টারগুলো উদ্বোধন করায় বিনামূল্যে রোগীরা আধুনিক ও উন্নত চোখের চিকিৎসা পেয়েছেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষন হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, ডা. তরিকুল ইসলাম, ডা. গোলাম মোর্শেদ
    সজিব, ডা. অর্নব সাহা, ডা. সাবিনা আফরোজ, ডা. শামীমা আক্তার, ডা. দীপা হালদার, আই ভিশনের দায়িত্বপ্রাপ্ত নার্স মনিকা হালদার, প্রিয়া বাড়ৈসহ প্রমুখ।

    আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি ভিশন সেন্টার থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩ শত ৯০ জন ব্যক্তি বিনামূল্যে চোখের চিকিৎসা নিয়েছেন।

     বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...