More

    বঙ্গবন্ধুর শৈশবের বিদ্যাপীঠঃ গৈলা স্কুলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খন্ডকালীন অধ্যায়নরত বিদ্যাপীঠ সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    এ উপলক্ষে গতকাল সোমবার সকালে স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, এক মিনিট নিরবতা পালন, স্কুলের প্রতিষ্ঠাতা কৈলাশ চন্দ্র সেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক কুলের নয়ন মনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কৈলাশ চন্দ্র সেনের সমাধিতে পুনপমাল্য
    অর্পণ শেষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বিদ্যালয়ের সামনে থেকে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে স্কুল মাঠে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের

    প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক সরদার, গৈলা আরিফ সেরনিয়াবাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার রেজাউল করিম, ম্যানেজিং কমিটির
    সাবেক সদস্য মো. ছরোয়ার দাড়িয়া, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন
    সম্পাদক কাজল দাশ গুপ্তসহ প্রমুখ।

    উল্লেখ্য, ১৮৯৩ ইং সালের ২৩ জানুয়ারী কৈলাশ চন্দ্র সেন বৃটিশ সরকারের ম্যাজিস্ট্রেটের চাকরী ছেড়ে এলাকার শিক্ষা প্রসারের জন্য গৈলা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি শিক্ষকতায় আমৃত্যু নিবেদিত ছিলেন।

     বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...