More

    আগৈলঝাড়ায় দুই পক্ষের হামলা-সংর্ঘষে আহত ৩ জন

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা-সংর্ঘষে দিনমজুর ও সাবেক নৌবাহিনীর সদস্যসহ ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এঘটনায় দুই পক্ষই থানায় লিখিত নঅভিযোগ দায়ের করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের দিনমজুর শাহআলম মীর ও একই এলাকার সাবেক নৌবাহিনীর সদস্য আব্দুর রহিম খানের সাথে দীর্ঘদিন যাবত জমির বিরোধ চলে আসছে।

    বিরোধের জের ধরে গতকাল বুধবার উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায় হামলা-সংর্ঘষে দিনমজুর শাহআলম মীর তার ভাই হক সাহেব মীর ও নপ্রতিপক্ষের সাবেক নৌবাহিনীর সদস্য আব্দুর রহিম খান আহত হয়।

    এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এঘটনায় দিনমজুর শাহআলম মীর ও প্রতিপক্ষের সাবেক নৌবাহিনীর সদস্য আব্দুর রহিম খান পৃথক ভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানার এসআই মিজানুর রহমান মিশু ঘটনাস্থল পরিদর্শন করেন।

     বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন

    জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। শনিবার (১৩...