More

    আগৈলঝাড়ায় ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর ১০৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রতিষ্ঠাতা ভেগাই হালদারের সমাধীতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।

    পরে ভেগাই হালদার পাবলিক একাডেমীর হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত,

     

    শিক্ষক রনজিত কুমার বাড়ৈ, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, ম্যানেজিং কমিটির সদস্য শহীদুল ইসলাম পাইক, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আভা মুখার্জী ও ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আনিসুর রহমানসহ প্রমুখ। উল্লেখ্য, ১৯১৯ সালের ২৬ জানুয়ারী স্বর্গীয় ভেগাই হালদার উপজেলা সদরের ফুল্লশ্রী গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠাতা করেন।

    বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...