More

    বরিশালে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীতে কিশোরী নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার আসামি এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

    শনিবার ভোরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর ১ নম্বর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

    গ্রেপ্তার জসিম খান (৪০) বরিশাল নগরীর রুপাতলী ধানগবেষণা রোডের একটি মোবাইল ফোন কোম্পানির টাওয়ারের নিরাপত্তাকর্মী এবং ওই এলাকার খান বাড়ির মৃত কাসেম খানের ছেলে।

    মামলার বরাতে মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২১ জানুয়ারি ভুক্তভোগী কিশোরীর (১৭) নৃত্য প্রশিক্ষকের সহকারী মিরাজ হোসেন (২২) তাকে জরুরি কথা আছে বলে ডেকে নেয়।

    পরে নগরীর রুপাতলী ধানগবেষণা রোডে একটি মোবাইল ফোন কোম্পানির টাওয়ারের নিরাপত্তা কর্মীদের কক্ষে নিয়ে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ করে মিরাজ।

    এ সময় ওই কক্ষে জসিমসহ অজ্ঞাত আরও একজন প্রবেশ করে। তারা কিশোরীকে জানায়, তাকে ধর্ষণের ভিডিও-স্থিরচিত্র ধারণ করা হয়েছে। তাদের সঙ্গে শারিরীক সম্পর্ক না করলে সেগুলো অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এবং ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করে তিন জন।

    এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মিরাজ ও জসিমসহ অজ্ঞাত এক জনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় মামলা করেন।

    ঘটনাটি জানতে পেরে র‌্যাব ছায়াতদন্ত ও নজরদারি শুরু করে। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৮ এর এএসপি মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি দল পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধানখালী এলাকায় অভিযান করে। এবং শনিবার ভোর রাত পৌনে তিনটার দিকে ওই এলাকায় আত্মগোপনে থাকা জসিমকে গ্রেপ্তার করে।  জসিমকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের কোম্পানি কমান্ডার।

     বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীর দুমকীতে প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগর এর অভিযোগ সংবাদ সম্মেলনে

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি : দুমকীর শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রায় হনুফা নুরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ঘর...