বরিশালের মুলাদী উপজেলার আড়িয়ালখাঁ নদে উদ্ধার হওয়া মরদেহের খুনিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে মুলাদী নৌপুলিশ তাকে আটক করে।
আটককৃত তানিম মিয়া (২০) মুলাদী উপজেলার ১ নম্বর বাটামারা ইউনিয়নের গোয়ালিয়া গ্রামের খোরশেদ মিরের ছেলে। তিনি ওই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে মুলাদী নৌপুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য তাকে ঢাকা থেকে বরিশালে নিয়ে যাওয়া হচ্ছে।
তিনি জানান, এটি একটি হত্যাকাণ্ড ছিল। তাই ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হলে তারা এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরদিন সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রদীপ কুমার বলেন, ‘ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। এ জন্য প্রতিটি থানায় খবর পাঠানো হয়েছে। পরে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তামিম মিয়াকে আটক করি। তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
বরিশাল ডট নিউজ/স্ব/খ