More

    বরিশালের মুলাদীতে দুই যুবককে কুপিয়ে হত্যা

    অবশ্যই পরুন

    ডেস্ক প্রতিবেদক: বরিশালের মুলাদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল। নিহতরা হলেন হেলাল ব্যাপারী ও কামাল ব্যাপারী।

    ওসি জানান, মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের তয়কা গ্রামে দীর্ঘ দিন ধরে আকন ও হাজি গ্রুপের দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে সোমবার সন্ধ্যা থেকেই দু’পক্ষের মাঝে থেমে থেমে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে হেলাল ব্যাপারী ও কামাল ব্যাপারী নামের দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

    এ বিষয়ে জানতে চাইলে বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। এরই মধ্যে ডিবি ও পুলিশের বড় একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন সবাইকে আইনের আওতায় আনা হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সাইন্টিফিক ক্যালকুলেটর হাতে পেয়ে খুশি ৪৪০ জন শিক্ষার্থী

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি:  বরগুনার বেতাগীতে উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ৪৪০ জন শিক্ষার্থীর মাঝে সাইন্টিফিক ক্যালকুলেটর...