More

    আগৈলঝাড়ায় সেবিকাকে শ্লীলতাহানী থানায় অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারী দুঃস্থ মানবতার হাসপাতালের ডাক্তারের সহকারীকে শ্লীলতাহানী ও মারধরের অভিযোগ উঠেছে হাসপাতালের মালিকের আত্মীয়র বিরুদ্ধে। এঘটনায় গতকাল সোমবার সকালে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে
    হাসপাতলের মালিকের অভিযুক্ত আত্মীয়কে খুজছে পুলিশ।

    থানায় অভিযোগ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলা সদরের বাইপাস সড়কের পাশে দুঃস্থ মানবতার হাসপাতালের ডাক্তার মেহেনাজ ফারিন সাদমা’র সহকারী (সেবিকা)কে সম্প্রতি শ্লীলতাহানী করে দুঃস্থ মানবতার হাসপাতালের মালিক জুবায়ের হোসেনের মামা আব্দুল হাসেম ফকিরের ছেলে মামাতো ভাই ও ওই হাসপাতালের মার্কেটিং বিভাগের কর্মরত সোহাগ ফকির।

    শ্লীলতাহানীর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে বিচার দাবী করে ভুক্তভোগী ওই সেবিকা। এঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মার্কেটিং বিভাগের কর্মরত সোহাগ ফকিরকে সম্প্রতি চাকুরীচ্যুত করেন।

    চাকুরিচ্যুত হওয়ায় সোহাগ ফকির ক্ষুব্ধ হয়ে গতকাল সোমবার সকালে সেবিকার সাথে কথা কাটা-কাটির একপর্যায় সেবাকিকে হাসপাতাল চত্বরে বসে এলোপাথারি কিল-ঘুষি ও লাথি মারে। এতে ওই সেবিকা আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

    এঘটনায় ওই সেবিকা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সোমবার দুপুরে থানার এসআই মিজানুর রহমান মিশু হাসপাতাল সরেজমিন পরিদর্শন করেন।

    এব্যাপারে অভিযুক্ত সোহাগ ফকির ফোনে জানান, আমি হাসপাতালে যেতেই পারি, এটা আমার ফুফাতো ভাইয়ের প্রতিষ্ঠান। আমি গিয়ে আমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সত্যতা জানতে চাইলে ওই মেয়ের সাথে আমার কথা কাটা-কাটি হয়েছে। আমি তাকে মারধর করিনি।

    এটা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। এবিষয়ে ওই ভুক্তভোগী সেবিকা এবং হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব থাকা কর্মকর্তারা সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি।

    এব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই মিজানুর রহমান মিশু লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে সোহাগ ফকিরকে আইনের আওতায় এনে বিচার করা হবে।

    বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...