More

    ভোলার লালমোহনে হরিন উদ্ধার, পানিতে ভেসে লোকালয়ে

    অবশ্যই পরুন

    গত ১ ফেব্রুয়ারি (বুধবার) ভোলার লালমোহন উপজেলা থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করে স্থানীয় বন বিভাগের কর্মীরা। সকাল ১০টার দিকে উপজেলার ধৌলিগরনগর ইউনিয়নের চাতলা বাজার এলাকা থেকে হরিণগুলো উদ্ধার করা হয়। একটি 3 থেকে 4 বছর বয়সী পুরুষ হরিণের ওজন প্রায় ২২ কেজি।

    লালমোহনের কাছে ম্যানগ্রোভ বন থেকে জোয়ারের পানিতে হরিণটি লোকালয়ে চলে আসে। পরে বিকেলে হরিণটিকে তজুমদ্দিন-শশীগঞ্জ বিটের চর উড়িল কেওড়া বনে অবমুক্ত করা হয়।

    বন বিভাগের লালমোহন রেঞ্জ কর্মকর্তা অসীম কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে বলেন, সকালে হরিণটি স্থানীয়রা দেখতে পেয়ে আটক করে বন বিভাগকে খবর দেয়। আমরা গিয়ে হরিণটি উদ্ধার করে চর উড়িলের গহীণ কেওরা বনে অবমুক্ত করি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...