More

    আগৈলঝাড়ায় ছেলের হামলায় মা হাসপাতালে

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় জোর পূর্বক জমি থেকে বালু উত্তোলন ও চলাচলের পথ বন্ধ
    করার ঘটনায় বাঁধা দেয়ায় নিজের সন্তান ও ভাসুরের ছেলের হামলায় আহত হয়েছে
    বৃদ্ধা মা। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা
    হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    থানায় লিখিত অভিযোগ, স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, গতকাল শনিবার
    সকালে উপজেলার জোবারপাড় গ্রামের মৃত সুরেশ রায়ের স্ত্রী সুশীলা রায় (৬৫) তার
    বাড়ির পাশের চলাচলের পথ বেড়া দিয়ে বন্ধ করে দেয় ভাসুর দেবদাস রায়ের ছেলে তুষার
    রায়। এঘটনায় বাঁধা দিলে বৃদ্ধার বড় ছেলে সংকর রায় ও ভাসুরের ছেলে তুষার রায়
    বৃদ্ধা সুশীলা রায়কে মারধর করে আহত করে।

    বৃদ্ধা সুশীলা রায় জানান, সম্প্রতি তার স্বামীর নামে ১৬ শতাংশ জমি থেকে
    জোবারপাড় গ্রামের প্রেমানন্দ রায়ের ছেলে ইউপি সদস্য প্রদীপ রায় জোর পূর্বক
    বালু উত্তোলন করে নিয়ে যায়। তখন আমি বাঁধা দিলে আমার বড় ছেলে সংকর রায়,
    ভাসুরের ছেলে তুষার রায় ও ইউপি সদস্য প্রদীপ রায় মিলে জোর পূর্বক বালু উত্তোলন
    করে।

    এরই জের ধরে শনিবার সকালে আমার চলাচলের পথে বেড়া দিয়ে অবরুদ্ধ করে
    রাখে। তখন আমি বাঁধা দিলে আমার নিজের বড় ছেলে সংকর রায় ও ভাসুরের ছেলে
    তুষার রায় এলোপাথারি পিটিয়ে আহত করে ফেলে রাখে। এছাড়াও আমার স্বামীর
    মৃত্যুর পর থেকে আমার সন্তানরা খাবারসহ খোজখবর নেয় না।

    এসময় স্থানীয়রা বৃদ্ধা
    সুশীলা রায়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
    অভিযুক্ত বৃদ্ধার সন্তান সংকর রায় তার মাকে মারধরের বিষয় অস্বীকার করেন। বাড়িতে
    পারিবারিক বিষয় নিয়ে তার সাথে বাকবিতন্ডা হয়েছে।

    এঘটনায় বৃদ্ধা সুশীলা রায় আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
    এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক মো. গোলাম ছরোয়ার জানান, এক
    বৃদ্ধাকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে
    আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...