More

    ঝালকাঠি সরকারি মহিলা কলেজে নবীন বরণ

    অবশ্যই পরুন

    ঝালকাঠি প্রতিবেদক: ঝালকাঠি সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ, পুরষ্কার বিতরণও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি ছিলেন। কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউনুচ আলী সিদ্দিকী, সিভিল সার্জন ডাঃ জহিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও সিদ্দিকুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, ঝালকাঠি চেম্বার অব কমার্স সভাপতি মু. মনিরুল ইসলাম তালুকদার বিশেষ অতিথি ছিলেন। এই অনুষ্ঠানে আলহাজ্ব আমির হোসেন আমুর দীর্ঘ কর্মময় জীবনের উপর তথ্যবহুল প্রতিবেদন উপস্থাপন করেন কলেজের সহকারী অধ্যাপক ডঃ শামিম আহসান এবং কলেজের ছাত্রীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং আলহাজ্ব আমির হোসেন আমু নবাগত ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন।
    প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, আমাদের দেশে শিক্ষানীতি ছিল না। বঙ্গবন্ধু ডঃ কুদরতী খোদাকে নিয়ে শিক্ষা কমিশন গঠনের উদ্যেগ নেয় কিন্তু ৭৫ এর পরবর্তী সরকারগুলো আমলে শিক্ষানীতি মুখ থুবরে পরে থাকে। আওয়ামালীগ সরকার ক্ষমতায় আসার পর ডঃ কুদরতী খোদার শিক্ষা কমিশনের শিক্ষানীতি চালু করা হয়। বর্তমান সরকার শিক্ষার গুনগত মান উন্নয়নের পাশাপাশি শিক্ষাঙ্গনের অবকাঠামোগত উন্নোয়ন অব্যাহত রেখেছেন। আগামীতে এই কলেজেই সর্বোচ্চ ১০তলা একাডেমিক ভবন নির্মাণের প্রস্তাবনা রয়েছে।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সাগরে লঘুচাপ, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

    দেশের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী...