More

    দুর্ঘটনায় বরিশাল ক্যাডেট কলেজ শিক্ষার্থীর মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বিজয় জানান, বিকেল পাঁচটার দিকে রক্তাক্ত অবস্থায় ক্যাডেট কলেজের এক শিক্ষার্থীকে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগের ডা. পারভেজ মেহেদী ইসিজি পরীক্ষা করার পর তাকে মৃত বলে জানান।

    বরিশাল ক্যাডেট কলেজের প্রশিক্ষণের সময় দড়ি থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাকে আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত ১৫ বছর বয়সী সালমান রহমান জুবায়ের বরিশাল ক্যাডেট কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন। সালমান পটুয়াখালী, গলাচিপা সরকারি কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান মো. শাহজালালের ছেলে।

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বিজয় জানান, বিকেল ৫টার দিকে ক্যাডেট কলেজের এক ছাত্রকে রক্তাক্ত অবস্থায় আনা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পারভেজ মেহেদী ইসিজি পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

    তিনি আরও বলেন, মৃত ঘোষণা করা হলেও বাবা-মা সালমানকে চিকিৎসার জন্য বরিশালের সিএমএইচ হাসপাতালে নিয়ে যান।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুদ্দীন বলেন, ‘আমাকে অফিসিয়ালভাবে এখনও জানায়নি বিষয়‌টি।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লিবিয়ার জেলে রয়েছেন বরিশালের নিখোঁজ ৩৮ যুবক

    ইউরোপে ভালো জীবনের স্বপ্ন পূরণের আশায় সাগরপথে যাত্রা করা বরিশালের ৩৮ জন যুবকের খোঁজ মিলেছে লিবিয়ার কারাগারে। নিখোঁজ হওয়ার...