More

    সারা দেশের ভিতর ফলাফলে বরিশাল তৃতীয়

    অবশ্যই পরুন

    এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই ফলাফলে বরিশাল কুমিল্লা ও ঢাকা বোর্ডের পরে ৮৫ দশমিক ৯৫ পাসের হার নিয়ে আছে। এবছর পাসের হারে এগিয়ে আছে মেয়েরা।

    এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। মোট পাসের হার ৮৫.৯৫ শতাংশ।

    প্রকাশিত ফলে পাসের হারের দিক থেকে সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে প্রথম স্থানে আছে কুমিল্লা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯০.০৭ শতাংশ।

    এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮০ শতাংশ। ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬২ হাজার ৪২১ জন।

    চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৬৭০ জন এবং পাসের হার ৭৮ দশমিক ৭৬।

    রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৫৯, জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন।

    সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪, জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৮৭১ জন।

    বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৯৫ এবং জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন।

    যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯৫ পেয়ে ১৮ হাজার ৭০৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

    ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৩২, জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ২৮ জন শিক্ষার্থী।

    এর আগে বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। দীপু মনি। এরপর সব বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

    যেভাবে জানা যাবে ফল

    মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (যেমন HSC Dha 123456 2022 send to 16222)। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।

    আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

    কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

    বোর্ড জানিয়েছে, তাদের অধীন প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

    আর www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লিবিয়ার জেলে রয়েছেন বরিশালের নিখোঁজ ৩৮ যুবক

    ইউরোপে ভালো জীবনের স্বপ্ন পূরণের আশায় সাগরপথে যাত্রা করা বরিশালের ৩৮ জন যুবকের খোঁজ মিলেছে লিবিয়ার কারাগারে। নিখোঁজ হওয়ার...